পাবনা ইসলামিয়া মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ AM
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা

পাবনা ইসলামিয়া মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা © সংগৃহীত

হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতাসহ একগুচ্ছ আয়োজনের মধ্য দিয়ে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাদ্রাসায় শিশু থেকে ফাজিল শ্রেণি শিক্ষার্থীদের অংশগ্রহণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোরতোজা আলী খানের প্রতিনিধি এএসপি (সদর সার্কেল) শরিফুল ইসলাম, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক। সভা পরিচালনা করেন মসজিদুত আত-তাক্বওয়া'য় মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্টের সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান, মাওলানা আব্দুর রউফ, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল, অধ্যাপক আব্দুল মমিন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মফিজুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‌'আগামীতে দেশ পরিচালনায় তোমাদের গুরুত্ব অপরিসীম, তোমাদের নেতৃত্বের স্থানে এগিয়ে আসতে হবে। কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারাই দুর্নীতি মুক্ত দেশ গঠন সম্ভব। তোমরা সর্বদা সত্য কথা বলবে, সময়ের কাজ সময়ে করবে, সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে কুরআন ও রাসূলের সুন্নাহ পালন করতে করবে।'

বিশেষ অতিথির বক্তব্যে আবু তালেব মন্ডল বলেন, সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রূপে গড়ে তুলতে হলে আমাদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কাউকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। বড়দের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং ছোটদের প্রতি আন্তরিক স্নেহ-মমতা দেখাতে হবে।
তিনি আরও বলেন, পারিবারিক ও সামাজিক জীবনে যদি আমরা এ নীতি মেনে চলি, তবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই।
কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই কুরআন ও মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করবে।

শিক্ষার্থীদের মধ্যে বাংলায় বক্তব্য রাখেন আলিম ২য় বর্ষের ছাত্র মাছুম বিল্লাহ, ইংরেজিতে বক্তব্য রাখেন নবন শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ, আরবীতে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল সাকিব। কবিতা আবৃত্তি করেন পঞ্চম শ্রেণির ছাত্রী আরবি ফাতেমা, নাতে রাসুল পরিবেশনা করেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী সীরাতুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেদের মধ্যে বিভিন্ন বিষয় অনুযায়ী আজান, কোরআন তেলোয়াত হামদ, নাতে রাসুল (সা.), রচনা, বাংলা, ইংরেজি, আরবীতে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সর্বমোট ১৫৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9