ইবতেদায়ীতে বৃত্তি ও মাদ্রাসায় এমপিওভুক্তি বাবদ বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দ

০২ জুন ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৮:০৮ PM
ইবতেদায়ীতে বৃত্তি ও মাদ্রাসায় এমপিওভুক্তি বাবদ বাজেটে বরাদ্দ বাড়ছে

ইবতেদায়ীতে বৃত্তি ও মাদ্রাসায় এমপিওভুক্তি বাবদ বাজেটে বরাদ্দ বাড়ছে © টিডিসি সম্পাদিত

আজ সোমবার (২ জুন) দুপুর ৩টা থেকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা শুরু করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আসন্ন বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম এবং সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা কম।

চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, সংশোধিত বাজেটে এটি দাঁড়িয়েছে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইবতেদায়ীতে বৃত্তি ও মাদ্রাসায় এমপিওভুক্তি বাবদ বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ১৯ শতাংশ। ২০২৫ সালের মধ্যে এটি ২০ শতাংশে উন্নীত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। 

তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ১ হাজার ১৩৫টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। ৪৯৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া, ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্তি বাবদ ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই বাজেটে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, রাজস্ব আহরণে দক্ষতা বৃদ্ধি, স্থানীয় শিল্পের সুরক্ষা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, ভ্যাট ও কর পরিশোধ ব্যবস্থা সরলীকরণ এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিইউবিটিতে ‘গবেষণা পদ্ধতি: বাস্তব জীবনে অর্থনৈতিক অগ্রগতি’ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপি থেকে মির্জা আব্বাসকে বহিষ্কার করতে তারেক রহমানকে অনু…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম বিচ্যুতি গ্রহণ করব না: ই…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে: এমপি প্রার্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইবিতে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের …
  • ২৭ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি দুই কিশোর আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬