চাঁদা না দেওয়ায় মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছনা

অসুস্থ হয়ে পড়েন মাদ্রাসা সুপার
অসুস্থ হয়ে পড়েন মাদ্রাসা সুপার  © সংগৃহীত

চাঁদা না দেওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার শহীদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. আবু রায়হান মিয়াসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ মে) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। এর আগে বুধবার (৭ মে) রাতে মাদ্রাসা সুপার থানায় এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর ১টার দিকে অফিস সহকারী রায়হান মিয়ার নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল বেআইনিভাবে মাদ্রাসা চত্বরে প্রবেশ করে সুপারের কক্ষে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সুপারের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে হুমকি-ধামকি দেয়। পরে সুপার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। 

অভিযুক্তরা হলেন, মোফাকখারুল ইসলাম মঞ্জু, নুরুল আলম, রফিকুল ইসলাম রাজা, জিয়াউর রহমান, জয়নাল আবেদীন, মুনসুর আলী ও আইয়ুব আলী।

বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার শহীদুর রহমান বলেন, ‘আমি ২০২০ সালের নভেম্বর মাসে সুপার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই অভিযুক্তরা নানা সময়ে প্রকাশ্যে ও গোপনে চাঁদা দাবি করে আসছিলেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার বিরুদ্ধে ভিত্তিহীন নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে এবং একপর্যায়ে আমাকে লাঞ্ছনা করে।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মাদ্রাসা সুপারের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!