দেশে ৪ লাখ ইবতেদায়ী মাদ্রাসা হলো না কেন: সলিমুল্লাহ খান

ড. সলিমুল্লাহ খান
ড. সলিমুল্লাহ খান  © ফাইল ফটো

চিন্তাবিদ ও লেখক ড. সলিমুল্লাহ খান বলেছেন, দেশে ৬৬ হাজার ইবতেদায়ী মাদ্রাসা কেন, ৪ লাখ হল না কেন? মাদ্রাসা তো জাতীয় সম্পদে চলবে। আজ বুধবার (১৯ মার্চ) সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনায় এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমার বামপন্থী বন্ধুরা চায় ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুলে পরিণত করা হোক। আমি বলি শিক্ষা হবে সর্বজনীন। মাদ্রাসা, ইংরেজি মাধ্যম সবকিছু বাংলাতে হবে। দেশ স্বাধীন হয়েছে (১৯৪৭ থেকে) প্রায় ৮০ বছর, সর্বজনীন ভাষা হিসেবে বাংলাকে চালু করতে পারেনি। বর্তমানে দেশে ৬৬ হাজার ইবতেদায়ী মাদ্রাসা, এই সংখ্যা কেন ৪ লাখ হল না? মাদ্রাসা তো জাতীয় সম্পদে চলবে।

সলিমুল্লাহ খান বলেন, ইউরোপের বিদ্যালয়গুলো চার্চ থেকে বের হলেও আমাদের দেশের বিদ্যালয়গুলো মসজিদ থেকে বের হয়নি, তবে মাদ্রাসাগুলো মসজিদ থেকে বের হয়েছে। ইউরোপীয়রা আরবদের অনুসরণ করেছে, যেমন আজ যে কনভোকেশন তা আরবদের থেকে নেয়া।

তিনি বলেন, তিন বছরের বাচ্চাকে ইংরেজি মাধ্যমে পড়াচ্ছেন আপনারা, ইংরেজি ভার্সন ও ইংরেজি মাধ্যমের মধ্যে পার্থক্য কী? দেশের একটি প্রতিষ্ঠান এভাবে প্রচার করছেন তোমাদের ইংরেজি মাধ্যমের চেয়ে আমাদের ইংলিশ ভার্সন অনেক ভালো। মাইক্রোক্রেডিট দিয়ে দেশে কোন দারিদ্র দূর করা যাবে না। ড. ইউনুস ক্ষমতায় আছে বলে তার সমালোচনা করা যাবে না, তা নয়। যা সঠিক তা বলতে হবে। 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ড. সি আর আবরার, বিশেষ অতিথি ছিলেন মাউশির সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।


সর্বশেষ সংবাদ