ছুটি শুরুর দুইদিন আগে মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

আগামী ১৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে আগামী ১৬ জুন থেকে সরকারি ছুটি। তবে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

এদিকে ঈদুল আযহার ছুটি শুরুর দুইদিন আগে মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ জুন থেকে ঈদের বোনাসের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক থেকে তুলতে পারবেন।

মঙ্গলবার (১১ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৪ সালের ঈদুল আযহার উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। মঙ্গলবার অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ জুন থেকে ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন। 

এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৩৬৫, তারিখ: ১১.০৬.২০২৪

 

সর্বশেষ সংবাদ