তামীরুল মিল্লাতে লেখক কর্মশালা অনুষ্ঠিত

২১ নভেম্বর ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
 লেখক কর্মশালা

লেখক কর্মশালা © টিডিসি ফটো

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখায় সাহিত্য ফোরামের আয়োজনে লেখালেখির হাতেখড়ি শীর্ষক লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অর্ধশতাধিক নবীন লেখক অংশ নেয়। কর্মশালা লেখালেখির মৌলিক বিষয়, বানান এবং প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যের উপর অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যের উপর ক্লাস পরিচালনা করেন তরুণ অনুবাদক সাজ্জাদ হোসাইন খান। আর লেখালেখির মৌলিক বিষয় ও বানানের উপর ক্লাস পরিচালনা করেন সাহিত্য ফোরামের পরিচালক আব্দুল্লাহ আল মারুফ।

কর্মশালা শেষে পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সবার জন্য সনদের পাশাপাশি সেরা পাঁচ লেখককে দেওয়া হবে বিশেষ সম্মাননা।

এ বিষয়ে সাজ্জাদ হোসাইন খান বলেন, শাব্দিক অনুবাদ দিয়ে সাহিত্য বিনির্মাণ সম্ভব নয়। অনুবাদ সাহিত্যের জন্য অনুবাদককে কল্পনাশক্তির সাহায্যে লেখাকে পাঠকের হৃদয়গ্রাহী করে তুলতে হবে। মানবতার কল্যাণে সাহিত্যকে নির্মাণ করতে হবে। একজন অনুবাদক কে সংশ্লিষ্ট ভাষা সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান রাখার পাশাপাশি অন্যান্য কয়েকটি ভাষার উপর দক্ষতা রাখা জরুরি।

অন্যদিকে, মারুফ বলেন, লেখার মধ্যে সহজ সাবলীল শব্দ চয়ন করতে হবে। লেখার শিরোনাম হতে হবে আকর্ষণীয়। শিরোনাম, প্রচ্ছদ, শুরুর কথাগুলো পাঠককে লেখার প্রতি আগ্রহী করে তুলে। বানানের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া লেখকের একান্ত কর্তব্য। বানানে অদক্ষ হলে পাঠকপ্রিয়তা হ্রাস পাবে।

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা
  • ০৭ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জে জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০৭ জানুয়ারি ২০২৬
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ জানুয়ারি ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববি…
  • ০৭ জানুয়ারি ২০২৬
দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ইউটিএল আহ্বায়কের মৃত্যুতে ঢাবি ছাত্রশিবিরের শোক
  • ০৭ জানুয়ারি ২০২৬