নদীতে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের একজনের মরদেহ উদ্ধার

হাফেজ মো. গালিবের মরহদেহ
হাফেজ মো. গালিবের মরহদেহ  © টিডিসি ফটো

নরসিংদীর মেঘনা নদীতে নৌ ভ্রমণে গিয়ে নিখোঁজ দুই ছাত্রের মধ্যে হাফেজ মো. গালিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (২৮ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ মাহফুজের সন্ধান পাওয়া যায়নি। মাদ্রাসা সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত গালিব পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। অপর নিখোঁজ হাফেজ মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা এলাকার হারুন মিয়ার ছেলে। তারা দুজনই নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার ছাত্র।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে ছাত্র-শিক্ষকসহ প্রায় ৩২ জন মিলে আলোকবালি ইউনিয়নের চর আফজাল এলাকার মেঘনা নদীতে নৌ ভ্রমণে যায়। সেখানে একটি মাঠে ফুটবল খেলে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ফুটবলটি মেঘনা নদীতে পড়ে যায়। তাই গালিব ও মাহফুজ পানি থেকে ফুটবল উঠয়ে আনতে গিয়ে ডুবে যায়।

আরও পড়ুন: তা’মীরুল মিল্লাতে কামিল প্রথমবর্ষের ক্লাস শুরু ১ নভেম্বর

সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে শিক্ষকরা খবর দেয় তাদের পরিবারের কাছে। খবর পেয়ে রাতেই দুজনের পরিবারের সদস্যরা, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দিলে তারা নিখোঁজ ছাত্রদের খোঁজাখুঁজি শুরু করে। রাত ৯টা পর্যন্ত সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে যান। পরে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও নৌপুলিশসহ স্বজনরা পুনরায় খোঁজাখুঁজি শুরু করেন।


সর্বশেষ সংবাদ