শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ লেখক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১১:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের পাঁচ কৃতী লেখক। এবার একাডেমির এ পুরস্কার পাচ্ছেন অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ।
একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩’র মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।
দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানী। উৎসবে দেশের প্রায় সাড়ে তিনশ’ লেখক অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ।
রাশেদ রউফ জানান, শেখ রাসেল বইমেলা এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হলেও ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ১৩-১৮ অক্টোবর ৬ দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।