তর্কাতর্কির পর খুন হন সুশান্ত, দাবি প্যারানরমাল বিশেষজ্ঞের

২২ জুলাই ২০২০, ০৯:২৬ AM

© কলকাতা২৪

প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফ দাবি করেছেন, তিনি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। কথাও বলেছেন। এই সম্পর্কিত দুটি ভিডিও পোস্ট করেছেন স্টিভ হাফ। সেই দুটি ভিডিওতে নাকি স্টিভ সুশান্তের আত্মার সঙ্গে কথা বলেছেন। নেট দুনিয়া এখন এই দুটি ভিডিওকে ঘিরেই সরগরম।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তর ঝুলন্ত দেহ। প্যারানরমাল বিশেষজ্ঞের দাবি, তাঁর ভক্তরা অনেকেই চেয়েছিলেন তিনি সুশান্তের আত্মার সঙ্গে যোগাযোগ করুক। এরপরই তিনি সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এই প্রথম কোনও ভারতীয় সেলিব্রিটির আত্মার সঙ্গে স্টিভ কথা বলেছেন বলে জানা গিয়েছে।

প্রথম ভিডিওটি শেয়ার করে স্টিভ হাফ লেখেন, ‘বেশ কয়েক জনের থেকে অনুরোধ পাওয়ার পরে আজ আমি সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। যারা অনুরোধ করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি খুব স্পষ্ট এবং উজ্জ্বলভাবে এসেছিলেন। তার সঙ্গেও একজন এসেছিলেন।’

ভিডিও দেখা যাচ্ছে সেই আত্মাকে জিজ্ঞাসা করছেন, ‘আপনি কি আলোর মধ্যে রয়েছেন?’ ওপার থেকে এসেই ‘আত্মার’ গলা ভেসে আসে। শোনা যায় তিনি বলছেন, ‘স্টিভকে বলে দাও আমি আলো পাচ্ছি।’

দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে স্টিভ জিজ্ঞাসা করছেন, এই যোগাযোগ মাধ্যমটি বন্ধ করার আগে সেই আত্মা কিছু বলতে চান কিনা। তখন সেই আত্মা বলেন, ‘আমি একটু ভালোবাসা চাই’। এরপরে স্টিভ জিজ্ঞাসা করেন, ‘সুশান্ত, মৃত্যুর আগের রাতে ঠিক কী হয়েছিল আপনি বলতে পারবেন?’ উত্তরে শোনা যায়, ‘কয়েকজনের সঙ্গে খুব তর্কাতর্কি হয়েছিল।’

এরপরে স্টিভ জিজ্ঞাসা করেন, ‘আপনাকে কি কেউ খুন করেছে? আপনার কিভাবে মৃত্যু হয়েছিল সেটা কি মনে আছে?’ তখন সেই অলৌকিক কণ্ঠস্বর বলে ওঠে, ‘ওরা পেরেক জাতীয় জিনিস নিয়ে এসেছিল।’

সুশান্তের সঙ্গে প্যারানরমাল বিশেষজ্ঞের এই কথোপকথনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানুষের মৃত্যুর পরে তার সঙ্গে প্ল্যানচেট এর মাধ্যমে যোগাযোগ করার কথা বহু গল্প-উপন্যাসে শোনা যায়। এর অস্তিত্ব সত্যিই কতটা আছে তা বিজ্ঞানসম্মতভাবে এখনো প্রমাণিত নয়। কিন্তু স্টিভ হাফের দাবি অনুযায়ী সুশান্তের এই অলৌকিক কণ্ঠস্বর শুনে খুশি তার অনুরাগীরা। একইসঙ্গে ফের প্রশ্ন উঠছে, তাহলে কি অভিনেতা আত্মঘাতী হননি? তাকে কি খুন করা হয়েছে?

ইতিমধ্যেই সিবিআই তদন্তের জন্য সুশান্তের অনুরাগীরা দাবি করেছেন। চলচ্চিত্র জগতের কয়েকজন এবং কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সুশান্তের সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন। সম্প্রতি তার বান্ধবী রিয়া চক্রবর্তী নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের দাবি করেছেন। খবর: কলকাতা২৪।

স্লোগান দিয়ে জনতাকে উসকে দেওয়া সেই রাজিব গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার নেবে এসিআই মটরস, পদ ১৫, বয়স ২৪ …
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির ভুয়া অভিযোগে সহিংস মব তৈরীর চেষ্টা হচ্ছে: ঢাবি ছ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক আসনে সবচেয়ে বেশি প্রার্থী ১৫ জন, কম দুজন, দেখুন সর্বোচ্চ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
তরুণরা একই ধরনের রাজনীতি দেখে ক্লান্ত: জাইমা রহমান
  • ২৫ জানুয়ারি ২০২৬