বিকেলের গল্প দ্যা ইভেনিং নিয়ে আসছেন চবি শিক্ষার্থীরা

২০ জানুয়ারি ২০১৯, ১২:৩২ PM

© টিডিসি ফটো

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়...। গানের কথাই বলে দিচ্ছে বিকালের সময়টা আসলে বন্ধুর জন্যই। প্রিয় মানুষের সঙ্গে কাটানো বিকেলের মূহুর্তগুলো নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করতে যাচ্ছে ‘দ্যা ইভেনিং’ নামের স্বল্পদৈর্ঘ্যর এক চলচ্চিত্র।

দ্যা ইভেনিং চলচ্চিত্রটির গল্প এগিয়েছে মূলত সাদাফ এবং শ্রেয়া নামের দুটি চরিত্র কে ঘিরে। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে সানজিদুল সাকিবের প্রযোজনায় জনপ্রিয় "খালি কলসি" ইউটিউব চ্যানেলের জন্য। গল্প বুনন ও নির্মাণ করেছেন শামীম রানা। এতে মূল চরিত্রে (সাদাফ) অভিনয় করছেন মডেল ও অভিনেতা রাচিং। জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র  ‘নাবিলা’য় অভিনয় করে দর্শকের মন জয় করেন এ তরুণ।

আর ‘শ্রেয়া’ চরিত্রে রয়েছে লামিসা তাহসিন খান মাইশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে রয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আমিন, ইউনূসসহ আরো অনেকে।

রুপসজ্জায় রয়েছেন মুসলিমা লিমা। কারিগরি সহযোগীতায় আছে ফাহমিদা, সোহাগ, বিজয়, ফাহিম, শামীম হক, বিশ্বনাথ ভৌমিকসহ প্রমুখ। স্থিরচিত্র ধারণ করেছেন শফিকুল ইসলাম শান্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে ১৬ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু করেছে টিম ‘খালি কলসি’।

ভিন্ন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভাবনা এবং গল্পের ব্যাপারে চলচ্চিত্রটির প্রযোজক সানজিদুল সাকিব জানান, ‘খুবই সহজ এবং সাবলীল গল্প উপস্থাপন করার চেষ্টা করবো দর্শকের কাছে। দর্শকের ভালো লাগবে আমার বিশ্বাস।’ ‘খালি কলসি’ চ্যানেলের পূর্বের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে।

‘দ্যা ইভেনিং’ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি দেখতে হলে চ্যানেলটি সাবসক্রাইব করে ভ্যালেন্টাইন অবধি অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬