চারুকলায় নবান্ন উৎসব শুরু আগামীকাল

১৪ নভেম্বর ২০১৮, ০১:১১ PM
সংবাদ সম্মেলনে নবান্ন উৎসবের আয়োজকরা

সংবাদ সম্মেলনে নবান্ন উৎসবের আয়োজকরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে উদযাপিত হবে দুই দিনব্যাপী নবান্ন উৎসব। চারুকলার বকুলতলায় আগামীকাল বৃহস্পতিবার এ  উৎসব শুরু হবে। শেষ হবে শুক্রবার। মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম।

শাহরিয়ার সালাম বলেন, ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’-স্লোগানকে নিয়ে প্রতিবছরের মতো এবারও উদযাপিত হবে নবান্ন উৎসব। বৃহস্পতিবার সকাল ৭টা ১ মিনিটে উৎসবের সূচনা হবে বাঁশির সুরে। উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার। উৎসবে যথারীতি নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসঙ্গীত পরিবেশিত হবে। 

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা। শোভাযাত্রাটি ঢাবির চারুকলার বকুলতলা থেকে বের হয়ে টিএসসি চত্বর হয়ে আবার বকুলতলায় এসে শেষ হবে।  এ বছরের উৎসবটি উৎসর্গ করা হবে সদ্যপ্রয়াত বিশিষ্ট সাংবাদিক, কবি, কলামিস্ট শুভ রহমানের প্রতি।

তিনি আরও বলেন, দুইদিনের উৎসবে ৬৮টি সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ১২০০ শিল্পী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। এদের মধ্যে উদীচী শিল্পগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ শিশু একাডেমি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, টাঙ্গাইলের মহাদেব সংযাত্রার দল, নড়াইলের পটগানের দল উল্লেখযোগ্য।

তিনি বলেন, কয়েক বছর ধরে পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণার দাবি জানানো হচ্ছে। আবার পহেলা অগ্রহায়ণকে কৃষি দিবস ঘোষণা করা হলেও তা সরকারিভাবে পালিত হচ্ছে না। আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর মন্ত্রিসভায় পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণার প্রস্তাব নিয়ে আলোচনা করেও ‘অধিকতর পরীক্ষা- নিরীক্ষার জন্য’ মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে। তবে আমরা আশাবাদী সংস্কৃতিবান্ধব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী ভূমিকায় একদিন নবান্ন উৎসবের রাষ্ট্রীয় আয়োজন বা সরকারি ছুটির ঘোষণা আসবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন লায়লা হাসান, ল্যাব এইডের কর্পোরেট প্রধান সাইফুর রহমান লেনিন।

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬