ম্যান বুকার জিতলেন আনা বার্নস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ০৮:২৯ PM
২০১৮ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন আইরিশ লেখিকা আনা বার্নস। ‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য তাকে লন্ডনের গিল্ডহলে মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০ হাজার পাউন্ড।
সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচটি উপন্যাসকে পেছনে ফেলে ‘মিল্কম্যান’ চূড়ান্তভাবে বুকার পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। উপন্যাসটি লেখা হয়েছে গত শতকের ৭০-এর দশকে উত্তর আয়ারল্যান্ডে ক্যাথোলিক-প্রটেস্টান্ট সহিংসতার ঘটনাাকে কেন্দ্র করে। এতে নারী, পুরুষ, ক্ষমতা ও এসবের অন্তর্গত দ্বন্দ্ব ও সহিংসতাকে ফুটিয়ে তোলা হয়েছে।
৫৬ বছর বয়সী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা রোজমেরি আনা বার্নসের হাতে পুরস্কার তুলে দেন। গুণী এই লেখিকা নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্টে জন্মগ্রহণ করেন।
ম্যান বুকারের বিচারক প্যানেলের চেয়ারম্যান আনা বার্নসের লেখা মিল্কম্যান সম্পর্কে বলেন, এর আগে কখনো আমরা এ ধরণের লেখা পড়িনি। আনা বার্নসের বিস্ময়কর লেখনীতে প্রথাগত ধ্যান-ধারণাকে স্বতন্ত্রভাবে চ্যালেঞ্জ করা হয়েছে।
ইংরেজি সাহিত্য জগতে সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার ১৯৬৯ সাল থেকে ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথভুক্ত দেশের লেখকদের প্রদান করা হত। ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের লেখকদেরও এই পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে।