সচিবালয় ভাতা দাবিতে আন্দোলন: গ্রেপ্তার ১৪ কর্মকর্তা-কর্মচারী পাঁচ দিনের রিমান্ডে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ PM
সচিবালয় ভাতা চালুর দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ ও নিষিদ্ধ ঘোষিত এলাকায় বিক্ষোভ করায় ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, সকালে শাহবাগ থানার উপপরিদর্শক কে এম রেজাউল করিম প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আদালত পাঁচ দিন অনুমোদন দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সচিবালয় এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে ডিএমপি কমিশনার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছিলেন। কিন্তু গ্রেপ্তার ও পলাতক আসামিরা নির্দেশনা অমান্য করে আন্দোলন করেছে, যা আইন ভঙ্গের শামিল।
রিমান্ডে পাঠানো ১৪ কর্মকর্তা হলেন— বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী ও বিকাশ চন্দ্র রায়, অফিস সহায়ক আবু বেলাল, ব্যক্তিগত কর্মকর্তা তায়েফুল ইসলাম, একই মন্ত্রণালয়ের ইসলামুল হক ও মহসিন আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসি।