আইজিপি বাহারুলের বরখাস্ত-গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট

বাহারুল আলম
বাহারুল আলম  © সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে নাম আসায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর বাহারুল আলমকে অপসারণে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন- মো. আব্দুস সামাদ, শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান।

স্বরাষ্ট্র সচিব ছাড়াও জনপ্রশাসন সচিব ও আইজিপি বাহারুল আলমকে এতে বিবাদী করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু। সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠান। এর আগে গত ৪ ডিসেম্বর বাহারুল আলমকে অপসারণে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।  

রিটকারী জানান, সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটি বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা এ রিট করেছি। বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি তৎকালীন এসবির দায়িত্বে ছিলেন। যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়, সেহেতু এ অবস্থায় ওনাকে দায়িত্বে রাখলে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। এজন্য আমরা ওনাকে বরখাস্তের পাশাপাশি আইনের আওতায় আনতে গ্রেপ্তার চেয়ে রিটটি করেছি।

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence