বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল
বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল  © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়ন করা হবে কি না—এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

প্রসঙ্গত, বাড়ি ভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা করার দাবিতে রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন হাইকোর্টে রিট করেন। রিটে ১৯৯১ সালের বাড়ি ভাড়া সংক্রান্ত আইন দ্রুত কার্যকর করার নির্দেশনা এবং অগ্রিম এক মাসের ভাড়া জামানত হিসেবে গ্রহণের বিধান কার্যকর করার আবেদন জানানো হয়।


সর্বশেষ সংবাদ