স্ত্রী-সন্তানসহ সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের আয়কর নথি তলবের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
আওয়ামীলীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং ছেলে কাশফি কামাল ও মেয়ে নাসিফা কামালের আয়কর নথি তলবের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক চার আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ পৃথক চার আবেদনে তাদের আয়কর নথি তলব চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
দুদকের আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র, তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।