হিট প্রকল্প পরিচালক আসাদুজ্জামানের নিয়োগ স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে পরিচালিত হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক হিসেবে প্রফেসর আসাদুজ্জামানের নিয়োগ স্থগিত ঘোষণা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
আজ রবিবার (৭ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মামলার রিট আবেদনকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মান।
তিনি বলেন, ‘তিনি গত বছরের ২৪ মার্চে প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পান। কিন্তু মাত্র এক দিনের ব্যবধানে তার নিয়োগ আদেশ বাতিল করা হয়।’
ড. সোলায়মান অভিযোগ করেন, তার নিয়োগ বাতিলের ক্ষেত্রে কোনো ধরনের আন্তঃকমিটির সভা বা সিদ্ধান্ত অনুসরণ করা হয়নি। একই দিনে তার পরিবর্তে প্রফেসর আসাদুজ্জামানকে প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। এ সিদ্ধান্তকে তিনি ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত ও প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থী’ বলে উল্লেখ করে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটের শুনানি শেষে হাইকোর্ট এক অন্তর্বর্তী আদেশে প্রফেসর আসাদুজ্জামানের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত একটি রুল জারি করে জানতে চান, কেন প্রফেসর সোলায়মানের নিয়োগ বাতিল অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হবে না।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল হাদি। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমানসহ অন্যান্য আইন কর্মকর্তা।
প্রসঙ্গত, হিট প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি উন্নয়ন প্রকল্প, যা বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষার আধুনিকীকরণ কার্যক্রমকে ত্বরান্বিত করা।