গৃহবন্দী হওয়ার অভিযোগ জেড আই খান পান্নার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপার্সন জেড আই খান পান্না গৃহবন্দী হওয়ার অভিযোগ করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দী। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দী।’
তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দী করে রেখেছেন—সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জেড আই খান পান্না বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। জুলাই ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। কখনো কখনো কড়া সমালোচনা করেছেন।