রাজশাহী কলেজ ছাত্রাবাসে আবারো ল্যাপটপ চুরি, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা 

রাজশাহী কলেজ ছাত্রাবাস
রাজশাহী কলেজ ছাত্রাবাস  © টিডিসি ফটো

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে কয়েক মাসের ব্যবধানে আবারও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। পরপর এমন চুরির ঘটনায় ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে, পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনের ব্যর্থতা বলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। 

রবিবার (৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবনে (সি-ব্লক) ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে। 

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের মো. রায়হান সরকার। তিনি ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবনের (সি-ব্লক) ১০৬ নাম্বার রুমের আবাসিক শিক্ষার্থী। 

ভুক্তভোগী জানান, গতকাল রাতে ল্যাপটপ ব্যবহারের পর প্রতিদিনের ন্যায় তিনি ল্যাপটপ যথাস্থানে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ল্যাপটপটি সেই স্থানে নেই। পরবর্তীতে এ বিষয়ে স্যারদের অবগত করা হলে সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন বহিরাগত ভোর সাড়ে ৫টা নাগাদ তার রুমে ঢুকে ল্যাপটপ নিয়ে যাচ্ছে। 

চুরি২

সিসিটিভি ফুটেজ

তিনি এ বিষয়ে অভিযোগ করে বলেন, যারা গেটম্যান হিসেবে দায়িত্বে আছেন তারা একটু গভীর রাত হলেই বাসায় চলে যান এবং দেখা যায় ভোর পর্যন্ত কোনো গেটম্যান থাকে না। এমনকি এর আগেও এমন চুরির ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের নিকট আহ্বান জানান যাতে তার এই চুরির বিষয়ে আশানুরূপ একটা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ছাত্রাবাসের নিরাপত্তা যেন আরো জোরদার করা হয়।

এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, রাজশাহী কলেজ প্রশাসন ও হোস্টেল প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রতিনিয়ত হোস্টেল থেকে ল্যাপটপ চুরি, টাকা চুরির ঘটনা তুচ্ছ ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু তাদের  কোন মাথাব্যথাই নেই, নেই কোন জবাবদিহি! এভাবে আর কত? 

তিনি আরো অভিযোগ করেন, ছাত্রাবাসে নেই পর্যাপ্ত গেটম্যান, নেই কোন শৃঙ্খলা। হোস্টেল থেকে ল্যাপটপ চুরি, ফোন চুরি হওয়ার পরেও সিসিটিভি ফুটেজ থাকলেও তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেই।

তিনি আরো বলেন, এইবার যদি কলেজ প্রশাসন এ ব্যাপারে কোন উদ্যোগ না নেয়, তাহলে প্রয়োজনে আমরা সাধারণ ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করতে বাধ্য হব।

রাজশাহী কলেজ শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়ে থানায় জিডি করেছেন এবং ভুক্তভোগী শিক্ষার্থীর চুরির বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক আবু জাফর মো. মনিরুল ইসলাম বলেন, আমরা যেভাবে রাখতে চাই সেভাবে তো ছাত্ররা মানতে চায়না। আমরা বলি যে হোস্টেলের গেইট রাত ১২ টা থেকে ভোর অবধি বন্ধ রাখব। স্টুডেন্টরা এটা  মানেনা। তারা যেকোনো সময় যাতায়াত করে। 

তিনি বলেন, কয়েকমাস আগে চুরি হলো সি ব্লকে। এর জন্য বারান্দায় যে তিনটা গেইট আছে সেগুলোতে তালা লাগানোর ব্যবস্থা করা হলো। সব স্টুডেন্টদের চাবি দেওয়া হলো। ছয়মাস হয়নি বারান্দার দরজা খোলা রাখা হচ্ছে। তার ফলেই এরকম হচ্ছে বলে মনে করি। 

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ছাত্রাবাসের একই ভবনের আবাসিক শিক্ষার্থী আবু রায়হানের ল্যাপটপ চুরির হয়। কিন্তু দীর্ঘ দিন পার হলেও তার কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence