অন্ধ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ PM
চতুর্থ টি-টোয়েন্টি অন্ধ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয় পায় পাকিস্তান দল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। দলের হয়ে ৫২ বলে ৫৪ রান করেন আরিফ হোসেন। বলিংয়ে বাবর আলী দলের হয়ে ২৪ রান দিয়ে চার ওভারে দুটি উইকেট নেন। খবর সংবাদ মাধ্যম ডনের।
জবাবে ১১তম ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্য পূরণ করে পাকিস্তান। পাকিস্তান দলের ক্যাপ্টেন নিসার আলি ৭২ এবং মুহম্মদ সফদার ৪৭ রান করে পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ তকমা উপহার দেন। এবারের বিশ্বকাপে পাকিস্তান পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল।
পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ তাদের জয়ে দল এবং পাকিস্তান জাতিকে অভিনন্দন জানিয়েছেন। আলাদাভাবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এক্স-এ একটি পোস্টে, শিরোপা জয়ের জন্য দলটিকে অভিনন্দন জানিয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিশ্বকাপ জয়ের জন্য পাশের দলকে অভিনন্দন জানিয়েছেন, দুর্দান্ত খেলা দেখানোর জন্য খেলোয়াড়দের প্রশংসা করেছেন।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনের দিনে শিরোপা জয়ের জন্য প্রেসিডেন্ট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় শ্রেষ্ঠত্ব অর্জনের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি খেলাধুলাসহ সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং তাদের উন্নতির সুযোগ ও সম্পদ প্রদানের উপর জোর দেন।