কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ঈদ উদযাপন

বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের আয়োজনে ঈদ গালা ২০২৫
বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের আয়োজনে ঈদ গালা ২০২৫  © সংগৃহীত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটি এবং পাকিস্তানি সোসাইটি (PakSoc) যৌথভাবে আয়োজন করেছে বছরের অন্যতম জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় অনুষ্ঠান ঈদ গালা ২০২৫। বিশ্ববিদ্যালয়টির সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, গত সপ্তাহে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন, যেখানে ঈদুল আযহা এবং পরীক্ষা পরবর্তী স্বস্তির মুহূর্ত একত্রে উদযাপন করেন শিক্ষার্থীরা।

আয়োজক সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, এই গালা রাত ছিল আনন্দ, সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য মিলনমেলা। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাকে, নিজ নিজ দেশের পতাকা হাতে উদযাপন করেন ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, কবিতা ও নানা রকমের জনপ্রিয় খাবারের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিবেশী দেশের শিক্ষার্থীদের এমন মিলিত আয়োজন কেবল আনন্দের নয়, বরং এটি সংস্কৃতি ও সহাবস্থানের এক চমৎকার উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়।


সর্বশেষ সংবাদ