মালয়েশিয়ায় মিনিভ্যানকে ধাক্কা বিশ্ববিদ্যালয়ের বাসের, ১৪ শিক্ষার্থীসহ নিহত ১৫

০৯ জুন ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৩ PM
মিনিভ্যানকে ধাক্কা দিল বিশ্ববিদ্যালয়ের বাস

মিনিভ্যানকে ধাক্কা দিল বিশ্ববিদ্যালয়ের বাস © সংগৃহীত

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মিনিভ্যানকে ধাক্কা দিলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যাালয়ের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, আজ সোমবার (৯ জুন) ভোররাতে থাই সীমান্তসংলগ্ন গেরিক শহরের কাছে ইস্ট-ওয়েস্ট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের ১৩ জন ঘটনাস্থলে ও বাকি দুইজন হাসপাতালে মারা যান।

পেরাক রাজ্যের পুলিশ প্রধান হিসাম নরডিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে মিনিভ্যানে ধাক্কা মারে। তাছাড়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের তোলা ছবিতে দেখা গেছে, সবুজ রঙের বাসটি উল্টে পড়ে আছে এবং তার পেছনের অংশ চূর্ণবিচূর্ণ। লাল মিনিভ্যানটি পাশের খাদে গিয়ে পড়ে জানালাগুলো ভেঙে গেছে।

পেরাক রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়,  কিছু যাত্রী নিজে থেকেই বেরিয়ে আসতে পেরেছেন, কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং বাকিরা বাসের ভেতরে আটকা পড়ে ছিলেন। উদ্ধারকারীরা হাইড্রলিক কাটার ব্যবহার করে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।

নিহতদের মধ্যে ১৪ জন সুলতান ইদরিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অপরজন বাসের সহকারী বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ। দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন, এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত বাসটি মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের জার্তেহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিল। যাত্রাপথে রাত ১টার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে। আহত ও নিহতদের বেশিরভাগের বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, সেখানে আতঙ্ক ও কান্নার এক বিভীষিকাময় পরিবেশ ছিল। শিক্ষার্থীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। প্রত্যক্ষদর্শী রজালি বলেন, অনেকেই বাসের ভেতরে বিধ্বস্ত ধাতব কাঠামোর নিচে আটকা পড়ে ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তার নির্দেশ দিয়েছেন।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬