DCU নামের বিরোধিতা DU শিক্ষার্থীদের, নেপথ্যে যেসব যুক্তি

২২ মার্চ ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM
ঢাবি ও রাজধানীর সরকারি সাত কলেজের লোগো

ঢাবি ও রাজধানীর সরকারি সাত কলেজের লোগো © ফাইল ফটো

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে ঘোষিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ডিসিইউ’ নাম নিয়ে আপত্তি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) কিছু শিক্ষার্থী। তারা বলছেন, এমন নাম দিলে ঢাবির নামের সঙ্গে বিভ্রান্তি তৈরি হবে। এ ছাড়া টিউশনি, আন্তর্জাতিক স্বীকৃতিতে জটিলতাসহ নানান যুক্তি সামনে এনেছেন তারা।

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে কলেজগুলোর কার্যক্রম পরিচালিত হবে। গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে নামের পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি আসছে। দুই নাম কাছাকাছি হওয়ায় এর বিরোধীতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। গত বৃহস্পতিবার (২০মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এতে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তারা জানান, এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে অফিসিয়ালি চিঠি পাঠানো হবে। 

শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটির সংক্ষিপ্ত রূপ ‘DU’ যা দেশ-বিদেশে সুপরিচিত। নতুন প্রতিষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের নামের সাদৃশ রয়েছে। ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মাত্র একটি শব্দের পার্থক্য এবং উচ্চারণে ও সংক্ষিপ্ত রূপে (DU ও DCU) প্রায় একই রকম শোনায়।

এটি শিক্ষার্থীদের পরিচয়, টিউশন, চাকরির ক্ষেত্র এবং আন্তর্জাতিক স্বীকৃতিতে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন তারা।নতুন নামে আপত্তি জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে ৫টি যুক্তি সামনে এনেছেন। প্রথমত নাম জনিত বিভ্রান্তি: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ ও ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’— দুটি নামের মধ্যে মাত্র একটি শব্দের পার্থক্য রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

দ্বিতীয়ত স্থানীয় পর্যায়ে জটিলতা: বিশেষ করে গ্রামীণ অঞ্চলে অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষে পার্থক্য করা কঠিন হবে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। তৃতীয়ত প্রতারণার ঝুঁকি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে মিল থাকায় টিউশন জালিয়াতি বা প্রতারণার সুযোগ তৈরি হতে পারে।

আরো পড়ুন: হকারের দখলে ঢাকা কলেজের ফটক, ফুটপাতে হয়রানির শিকার পথচারী

চতুর্থত চাকরির বাজারে প্রতিকূলতা: চাকরির আবেদন প্রক্রিয়ায় দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে, যা তাদের ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সর্বশেষ আন্তর্জাতিক পরিমণ্ডলে সমস্যা: বিদেশি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন করতে পারে।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের তিন দাবি হলো, নতুন বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘ঢাকা’ শব্দটি বাদ দিতে হবে; বিভ্রান্তি এড়াতে সম্পূর্ণ ভিন্ন, স্বতন্ত্র মৌলিক একটি নাম নির্ধারণ করতে হবে, যেমন ‘বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ (Central University of Bangladesh) বা ‘মহানগর বিশ্ববিদ্যালয়’ (Metropoliton University এবং ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে নাম পরিবর্তনের জন্য সুপারিশ করতে হবে।

খাতা মূল্যায়নে গাফিলতি, ৫ বছরের জন্য শাস্তি পেলেন ৪ শিক্ষক
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন
  • ১২ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9