করোনায় কুবির প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ তহবিল
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৫:১৪ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২০, ০৫:১৪ PM
বিশ্বব্যাপী চলমান করোনা দুর্যোগের ফলে উদ্ভূত পরিস্থিতিতে নিজ বিভাগের অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ তহবিল গঠন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ।
প্রত্নতত্ত্ব বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে এ বিশেষ তহবিল গঠন করা হয়। করোনা সংকটে বিভাগের সমস্যাগ্রস্থ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য প্রয়োজন অনুযায়ী তহবিল থেকে ব্যয় করা হবে।
প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র সমন্বয়কদের একজন নাজমুল হাসান জানান, কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। প্রত্নতত্ত্ব পরিবারের প্রতিটি সদস্য এই সমস্যা মোকাবেলায় ব্যক্তি পযার্য়ে নানাভাবে কাজ করছে এবং আমরা বিভাগের শিক্ষার্থীরা সবাই সবার পাশে দাঁড়ানোর মাধ্যমে পারিবারিক বন্ধনকে দৃঢ় করার জন্যই এই তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, শিক্ষকরাও আমাদের সাথে একমত হন। চলমান সংকটকালীন প্রত্নতত্ত্ব পরিবারের অনেক শিক্ষার্থীকেই সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রত্নতত্ত্ব একটি পরিবার এবং বিভাগের সবাই আমাদের ভাই-বোন। সেই উপলব্ধি থেকেই বিভাগের শিক্ষার্থী যারা বর্তমান পরিস্থিতিতে নূ্ন্যতম জীবনধারণে বেগ পাচ্ছে তাদেরকে সহযোগিতার জন্য বিভাগের উদ্যোগে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত ফান্ড থেকে যাদের প্রয়োজন সেই সকল শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াবে বিভাগ।
বিভাগীয় প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিভাগের শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা সাথে আছি। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ লজ্জায় পড়ার কিছু নেই বিভাগ পরিবারের মত। শিক্ষকদের না জানাতে পারলে বন্ধুদের যেন জানায়। তবুও এই পরিস্থিতিতে যারা খারাপ অবস্থায় আছে তারা একবেলাও যেন না খেয়ে থাকে।
তিনি বলেন, বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তরিকতার সহিত এগিয়ে এসেছেন। দায়িত্ব নিয়ে তহবিল গঠনে শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ্ আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারবো।