অধিকার প্রতিষ্ঠাকারীদের ভোট দিন, নির্যাতনকারীদের পরাজিত করুন: ড. আসিফ

ড. আসিফ নজরুল
ড. আসিফ নজরুল

ডাকসু নিবাচন সামনে রেখে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টক শো’ ব্যক্তিত্ব ড. আসিফ নজরুল। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই আহ্বান জানান তিনি।

ড. আসিফ লিখেন, ‘ঢাবির ছাত্র হলে অবশ্যই ভোট দিন। যারা আপনাদের সাথে থাকে খারাপ সময়ে, পাশে দাড়ায় অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, তাদের ভোট দিন। যারা জুলুম করে, আপনাকে ভয় দেখায়, খবরদারী করে অন্যায়ভাবে, তাদের পরাজিত করুন। ভয় পাবেন না। ভয় পেলে আপনি শেষ, না পেলে আপনিই বাংলাদেশ।’

ড. আসিফের এ স্ট্যাটাসের মন্তব্য রেজাউল করিম নামে একজন লিখেছেন, ‘এবার বোঝা যাবে সর্বোচ্চ বিদ্যাপীঠের বিবেকবান প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখে কি-না। জাতি দেখতে পাবে। অশিক্ষিত না শিক্ষিত মানুষ নীতিবান।’ শামসুল নামে একজন লিখেন, ‘রুখে দাড়াও সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। এদেশ আপনার। এখানে কোনও জুলুমবাজ শক্তির স্থান হতে পাতেনা।’ সাজন হোসেন নামে একজনের মন্তব্য, ‘এখন সময় ছাত্রলীগের, তাই ভালো কিছু চাইলে ছাত্রলীগকে ভোট দিন!’

প্রসঙ্গত, আসিফ নজরুল একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা। রাজনীতি নিয়ে বিভিন্ন সময়ে কথা বলে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবে কাজ করেছেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায়।

ডাকসু নিয়ে আরো পড়ুন:বড় ভাইরাই এখন সালাম দেয়...


সর্বশেষ সংবাদ