উচ্চশিক্ষার মাধ্যমে ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে: কুয়েট উপাচার্য

বক্তব্য রাখছেন কুয়েট উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন
বক্তব্য রাখছেন কুয়েট উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, উচ্চ শিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। তোমরা বিজ্ঞান ও প্রযুক্তির এক বিশাল ভাণ্ডারের উৎসমুখে হাজির হয়েছো, তোমাদের শিক্ষার মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না।

তিনি আরও বলেন, সেশনজটমুক্ত এ বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যেই ডিগ্রি সম্পন্ন করার মানসিক প্রস্তুতি নিতে হবে। দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তোমাদের লেখাপড়া চলে। বিষয়টি মাথায় রেখে তাদের সেবা করার মানসিকতা নিয়ে তোমাদের মেধার সর্বোত্তম ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম।

পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইনস্টিটিউট পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্য, দফতর প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা, নবাগত ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ভলেন্টরি ব্লাড ডোনেশান সোসাইটি ‘ড্রিমস’ এর উদ্যোগে ব্লাড গ্রুপিং কার্যক্রম, বিএনসিসি কার্যক্রম এবং ‘নো ড্রাগস, নো র‌্যাগিং, নো স্মোকিং, নো ওয়েস্ট লিটারিং’ বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিন বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশনের আয়োজন করে। কুয়েটে এ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের অন্তর্গত ১৬টি স্নাতক ডিগ্রি প্রদানকারী বিভাগে ১ হাজার ৬৫ জন নতুন শিক্ষার্থী ভর্তি হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence