দৌলতদিয়া যৌনপল্লিতে এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী

০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ AM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ AM
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে মারণব্যাধি এইডস সংক্রমণের মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে প্রায় আড়াই হাজার নারী। চলতি বছরের জুন মাস পর্যন্ত গত পাঁচ বছরে এ যৌনপল্লিতে এইডস রোগে আক্রান্ত হয়েছে ছয়জন। এর মধ্যে চারজন নারী যৌনকর্মী ও অন্য দুজন পুরুষ। বিষয়টি নিশ্চত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগ সংক্রমণে প্রয়োজনীয় আচরণগত নানা কারণ স্পষ্ট বিদ্যমান থাকায় দৌলতদিয়া যৌনপল্লির সব যৌনকর্মীসহ তাদের কাছে আসা পুরুষরা সহজেই এইডসে আক্রান্ত হতে পারে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এসটিআই, এইচআইভি এবং এইডস প্রতিরোধে দৌলতদিয়া যৌনপল্লিসহ আশপাশের এলাকায় নিয়মিত নানা কার্যক্রম চালিয়ে আসছিল দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রসহ বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ। কিন্তু এই প্রকল্পের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় পাঁচ মাস ধরে সেখানে এসটিআই, এইচআইভি এবং এইডস প্রতিরোধে ওই দুই সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে আছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশনের পাশে অবস্থিত দেশের সবচেয়ে বড় যৌনপল্লি। সেখানে প্রায় আড়াই হাজার নারী যৌনকর্মীর বসবাস। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুরুষ খদ্দের আসে ওই পল্লীতে। এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব আচরণের ফলে এইডস সংক্রমিত হয়, তার সবই দৌলতদিয়া যৌনপল্লীতে বিদ্যমান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের দিকনির্দেশনা অনুযায়ী দৌলতদিয়া যৌনপল্লিতে এইচআইভি, এইডস প্রতিরোধে কাজ করছিল গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশ। এ দুই সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য মতে, গত পাঁচ বছরে দৌলতদিয়া যৌনপল্লী ও আশপাশ এলাকার ছয়জন এইডসে আক্রান্ত হয়েছে।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক (ম্যানেজার) জুলফিকার আলী জানান, এইডসে আক্রান্তদের মধ্যে চার নারী যৌনকর্মী ও দুজন পুরুষ রয়েছেন। তিনি বলেন, এইচআইভি এইডস প্রতিরোধে দৌলতদিয়া যৌনপল্লীতে কার্যক্রম চলছিল। কিন্তু প্রকল্পের মেয়াদকাল শেষ হয় গত জুন মাসে। মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এখানে এইডস প্রতিরোধ কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, চলতি বছরের জুন পর্যন্ত পাঁচ বছরে দৌলতদিয়া যৌনপল্লীর তিন নারী যৌনকর্মী ও দুই পুরুষ খদ্দেরের দেহে আমরা এইডস পজিটিভ পেয়েছি। অন্য এক নারী যৌনকর্মীর দেহে এইডস পজিটিভ পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ। পরে এইডসে আক্রান্ত ওই রোগীদের বিশেষ ব্যবস্থাপনায় নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশের দৌলতদিয়া শাখর সহকারী ব্যবস্থাপক শেখ রাজীব জানান, প্রকল্প চলাকালে নিয়মিত রক্ত পরীক্ষায় ৪০ বছর বয়সী এক নারী যৌনকর্মীর দেহে এইডস পজিটিভ ধরা পড়ে। ওই নারীকে আলাদা রেখে তাকে নিয়মিত ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে আসছিলাম। কিন্তু প্রকল্পের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় কর্মকাণ্ড বন্ধ হয়ে আছে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শরীফ ইসলামের সাথে কথা হলে তিনি জানান, দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লি) সব যৌনকর্মীসহ তাদের কাছে আসা খদ্দের মারাত্মক এইডস ঝুঁকির মুখে রয়েছে। মারণব্যাধি এইডস থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে।

 

 

 

 

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা নি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9