মানসিক শান্তির জন্য করতে পারেন যেসব কাজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫৭ PM
জীবনে সাফল্য, অর্থ, খ্যাতি অনেক কিছুই অর্জন করা যায় কিন্তু সত্যিকারের মানসিক শান্তি পাওয়া সবচেয়ে কঠিন। চারপাশের চাপ, ব্যস্ততা আর দৌড়ঝাঁপের মধ্যেও কিছু অভ্যাস গড়ে তুললে এই শান্তি সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু কার্যকর কাজ, যা করলে আপনি মানসিকভাবে হালকা, স্থির ও স্বস্তিতে থাকতে পারবেন।
কঠিন কাজ আগে করুণ
অনেকেই বলেন, সহজ কাজ দিয়ে দিন শুরু করা উচিত, এটি নিজের প্রতি আস্থা বাড়িয়ে তুলতে সাহায্য করে। কিন্তু আসলে উচিত কঠিন কাজ দিয়েই দিন শুরু করা। কারণ, যখন আপনি কঠিন কাজটি সম্পন্ন করে ফেলবেন, আপনার ওপর থেকে একটা বিশাল মানসিক চাপ নেমে যাবে। এরপর সারা দিন কিন্তু ফুরফুরে মেজাজে কাজ করতে পারবেন আর সঙ্গে মানসিক শান্তি তো আছেই।
গ্রহণ করে নিন অপ্রাপ্তিগুলো
আমাদের সব চাওয়া-পাওয়া পূরণ হয় না। কিছু অপ্রাপ্তি সবার মধ্যেই থাকে। মানসিক শান্তির জন্য এই অপ্রাপ্তিগুলো মেনে নেওয়া গুরুত্বপূর্ণ, অর্থাৎ সন্তুষ্টি। আপনার কাছে যা-ই আছে, তার মাঝে অবশ্যই কিছু না কিছু ভালো আছে। সেই ভালোকে নিয়ে ভালো থাকাই আপনার ভেতরকার অর্ধেক অশান্তি দূর করে দেবে।
লোকে কী ভাববে তা তাদের ভাবতে দিন
আমাদের মানসিক অশান্তির আরেকটি কারণ মানুষ কী ভাববে, তা ভাবা। অনেক ক্ষেত্রে দেখা যায়, মানুষ আদতে আপনাকে নিয়ে কিছুই ভাবেনি কিন্তু আপনি অনেক কিছু ভেবে বসে আছেন। নিজেকে একটি উদ্বেগহীন জীবনের স্বাদ দিতে হলে ‘লোকে কী ভাববে’ এই ভাবনাকেও মাথা থেকে তাড়িয়ে দিতে হবে। এতে করে আমাদের মনের ওপর যে আলাদা চাপ পড়ে, তা দূর হবে এবং নিজের প্রতি নিজের আস্থা বাড়বে।
এই মুহূর্তের তিনটি ভালো দিক
সব সময় সব দিন ভালো যাবে না এটাই স্বাভাবিক। অনেক সময় একটার পর একটা দুর্যোগ আসতে পারে আপনার জীবনে। সেই সময়ে মনকে স্থির এবং মনে শান্তি ধরে রাখতে চিন্তা করুন। এই দুর্যোগের মাঝেও আপনার জীবনে ঘটে যাওয়া অন্তত তিনটা ভালো দিক নিয়ে চিন্তা করুন। এটি হতে পারে সবকিছু সামলে আপনি কাউকে সাহায্য করেছেন, যার বিনিময়ে আপনি কিছু চাননি শুধু একজনের ভালো চেয়েছেন। অনেক কিছুর পরও আপনি আপনার পড়ালেখায় ভালো ফল করতে পেরেছেন, অর্থাৎ নিজের ইতিবাচক দিকগুলোর জন্য সব সময় নিজেকে সাধুবাদ জানান।
নিজের যত্ন
এই পদ্ধতি খুবই সোজা। কিছুই না, নিজের ঘরের জানালা বা বারান্দায় গিয়ে একবুক শ্বাস নেওয়া এটি আপনাকে মানসিকভাবে শান্ত করবে। শুধু তা-ই নয়, নিজেকে সময় দেওয়া। নিজের প্রতিটি বিষয়ে অন্য কেউ খেয়াল রাখল কি না, তা না ভেবে নিজেই নিজের খেয়াল রাখুন এবং উপভোগ করুন মানসিক শান্তিতে পরিপূর্ণ জীবন।
কৃতজ্ঞতা প্রকাশ করুন
প্রতিদিন অন্তত ৩টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। সেটা পরিবার, স্বাস্থ্য বা ছোট্ট কোনো আনন্দ হতে পারে। কৃতজ্ঞতা মন থেকে অতৃপ্তি দূর করে এবং শান্তি আনে।
ক্ষমা করতে শিখুন
অন্যের প্রতি ক্ষোভ পুষে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজেরই। নিজের মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। ক্ষমা করতে পারা মানে নিজের শান্তির জন্য বোঝা নামিয়ে রাখা। ফলে আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন।