হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া: কারণ, করণীয় ও সতর্কতা

নাক দিয়ে রক্ত পড়া
নাক দিয়ে রক্ত পড়া  © সংগৃহীত

অনেক সময় হঠাৎ নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়, যা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এটি খুব গুরুতর সমস্যা নয়, তবুও রক্তপাতের প্রকৃত কারণ খুঁজে দেখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাকের ভেতরের পাতলা ঝিল্লির নিচে অসংখ্য সূক্ষ্ম রক্তনালি থাকে, যা সামান্য আঘাত, সংক্রমণ বা অতিরিক্ত শুষ্কতার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে রক্তপাত ঘটাতে পারে। সাধারণত শুষ্ক আবহাওয়ায়, সাইনাস সংক্রমণে, নাকে আঘাত পেলে বা অ্যালার্জিক রাইনাইটিস থাকলে এ সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া উচ্চ রক্তচাপ, বয়সজনিত কারণে রক্তনালির স্থিতিস্থাপকতা কমে যাওয়া, রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ, এমনকি বংশগত রক্তের সমস্যাও রক্তপাতের কারণ হতে পারে।

নাক দিয়ে রক্ত পড়লে প্রথমেই সোজা হয়ে বসে সামান্য সামনে ঝুঁকে পড়া উচিত, যাতে রক্ত গলায় গিয়ে ফুসফুসে না পড়ে। এরপর বৃদ্ধাঙ্গুল ও তর্জনী দিয়ে নাকের দুই ছিদ্র শক্ত করে চেপে ধরে মুখ দিয়ে শ্বাস নিতে হবে এবং অন্তত ১০ মিনিট এভাবে থাকতে হবে। এ সময় কপালে ও নাকের চারপাশে বরফ চাপা দিলে রক্তনালিগুলো সংকুচিত হয়ে রক্তপাত দ্রুত বন্ধ হতে পারে। তবে যদি ১৫-২০ মিনিট পরও রক্ত বন্ধ না হয়, তাহলে দেরি না করে নিকটস্থ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে যেতে হবে। রক্তপাত বন্ধ হলেও কয়েক ঘণ্টা নাক পরিষ্কার করা, মাথা নিচু করে ঝুঁকে পড়া বা জোরে নাক ঝাড়া উচিত নয়, কারণ এতে রক্তপাত আবার শুরু হতে পারে।

শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। তাদের নখ ছোট রাখা এবং নাকে আঙুল দেওয়ার অভ্যাস বন্ধ করাতে হবে। শুষ্ক মৌসুমে নাক যাতে অতিরিক্ত শুষ্ক না হয়, সে জন্য সামনের অংশে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। বারবার নাক দিয়ে রক্ত পড়লে তা অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এটি শরীরের ভেতরের অন্য কোনো জটিল সমস্যার ইঙ্গিত হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence