জাপানের ডিসপ্লে ফুডকে খাওয়ার বাঁধাকপি দাবি করে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য

ডিসপ্লে ফুডকে খাওয়ার বাঁধাকপি দাবি করে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
ডিসপ্লে ফুডকে খাওয়ার বাঁধাকপি দাবি করে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য  © সংগৃহীত

সম্প্রতি “নকল বাঁধাকপি! ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে এই বাঁধাকপিগুলো খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওতে প্রদর্শিত বাঁধাকপিগুলো আসলে খাওয়ার উপযোগী নয়, বরং সেগুলো তৈরি করা হয়েছে রেস্টুরেন্টে প্রদর্শনের জন্য।

এই ধরনের খাবার প্রতিরূপ বা স্যাম্পল ফুডকে জাপানি ভাষায় বলা হয় Shokuhin Sampuru। এগুলো সাধারণত মোম বা প্লাস্টিক দিয়ে তৈরি হয় এবং রেস্টুরেন্টের মেনু বা খাবারের ভিজ্যুয়াল ধারণা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ছবি ছাড়াও কাস্টমারদের কাছে বাস্তবধর্মী উপস্থাপনা দিতে এগুলোর ব্যবহার জাপানে দীর্ঘদিনের একটি সংস্কৃতি।

জাপানের Gujo Hachiman নামক শহরে রয়েছে এমন স্যাম্পল ফুড তৈরির কারখানা, যেখানে দর্শনার্থীরা নিজেরাও এমন খাবারের প্রতিরূপ তৈরি করতে পারেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও মোমের তৈরি বাঁধাকপিকে খাওয়ার উপযোগী দাবি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল, যেটি রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে খণ্ডন করেছে।

সুতরাং, ভাইরাল ভিডিওতে দেখা ‘নকল বাঁধাকপি’ আদতে খাওয়ার জন্য নয়, এটি একটি প্রদর্শন সামগ্রী। বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ