ঢাকায় আরও ১০ জনের ওমিক্রন শনাক্ত

করোনার নতুন ধরণ ওমিক্রন
করোনার নতুন ধরণ ওমিক্রন  © প্রতীকী ছবি

দেশে আরও ১০ জন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে। দেশে এ নিয়ে ২০ জন ওমিক্রন আক্রান্ত বলে শনাক্ত হলেন।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) জানায়, গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে যারা ওমিক্রনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন, তাদের বিদেশ ভ্রমণের কোনও তথ্য পাওয়া যায়নি।

গত প্রায় দুই সপ্তাহ ধরে করোনায় দৈনিক শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে ঢাকায়। দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ১৪০ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৯৫০ জন, আর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৯৭৮ জন। শতাংশের হিসাবে শুধু ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৮৩ দশমিক ৩৩ শতাংশ।

এর আগে ৩১ ডিসেম্বর দেশে তিন জনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিন জন এবং ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

দেশে গত ১১ ডিসেম্বর দেশে প্রথম জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


সর্বশেষ সংবাদ