টিকা নেয়ার ৪০ দিন পর সস্ত্রীক করোনায় আক্রান্ত বিরোধী দলীয় হুইপ

২০ মার্চ ২০২১, ০৯:০০ AM
এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি

এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি © সংগৃহীত

এবার টিকা নেয়ার ৪০ দিন পর সস্ত্রীক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনাও করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) ভোররাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, বুধবার (১৭ মার্চ) সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে করোনা টেস্টের জন্য আমি ও আমার স্ত্রী দু’জনের নমুনা দেয়া হয়। শুক্রবার (১৯ মার্চ) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পিসিআর ল্যাব হতে দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে।

ঢাকায় ন্যাম ভবনে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, এখনও হালকা জ্বর রয়েছে। এর বাইরে আর অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

তিনি তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সারাদেশব্যাপী টিকা গ্রহণের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি জেলায় প্রথম পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও ২ মার্চ তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা সুনামগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ টিকা নেন।

একটি স্বাভাবিক মৃত্যু চাই, দুর্বৃত্তের গুলিতে মরতে চাই না
  • ০৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সংখ্যালঘু ভোট, 'কোন দিকে যাব আমরা'?
  • ০৯ জানুয়ারি ২০২৬
ছুটির দিনের সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভূমিকম্পে কাঁপল ভোলা
  • ০৯ জানুয়ারি ২০২৬
সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
  • ০৯ জানুয়ারি ২০২৬
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে
  • ০৯ জানুয়ারি ২০২৬