করোনায় প্রাণ হারালেন অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী

২১ জুলাই ২০২০, ১১:০২ AM

© ফাইল ফটো

সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৫টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। অধ্যাপক গোলাম রহমান তার ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৫ই জুন স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী ও গৃহকর্মীসহ পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

জানা গেছে, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরো চারজনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা সবার শারীরিক অবস্থা ভালো হলেও স্ত্রী নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সুস্থ হলে সাধারণ ওয়ার্ডে নেয়া হয়। দেয়া হয় প্লাজমা থেরাপি।

এরপর থেকেই নিজের ফেসবুক টাইমলাইনে তাদের শারীরিক অবস্থার নিয়মিত অপডেট জানাতেন অধ্যাপক গোলাম রহমান। গত ১ জুলাই ফেসবুক টাইমলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক জানান, তিনিসহ তার পরিবার করোনামুক্ত। তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে তার স্ত্রীর অক্সিজেন লেভেল কম হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে ১২ জুলাই তিনি জানান, নাঈম আরা হোসেনকে হাসপাতালে অক্সিজেন সাপ্লিমেন্ট করতে হচ্ছে। করোনার কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত। তিনি সবার দোয়া চান। সর্বশেষ গত ১৯ জুলাই নাঈম আরা হোসেনকে আবারও আইসিইউতে নেয়ার কথা জানান তিনি।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬