বাংলাদেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল: জানালেন কে হচ্ছেন প্রথম ভলান্টিয়ার!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৯:১৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২০, ০৯:১৭ AM
করোনা ভাইরাস সংক্রমণ রোধে এরই মধ্যে চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন শেষ ধাপ অর্থাৎ তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। জানা গেছে এই শেষ তথা তৃতীয় ধাপে ট্রায়ালের প্রথম ভলান্টিয়ার কে হচ্ছেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং দেশটির তৈরি সিনোভ্যাক ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের প্রথম ভলান্টিয়ার হতে যাচ্ছে।
গতকাল সোমবার ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে জানান, ভাইরাস প্রতিরোধে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বাংলাদেশ পর্বে প্রথম ভলান্টিয়ার হচ্ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আরও জানান, তাকে সুযোগ দিলে তিনি দ্বিতীয় ভলান্টিয়ার হতে আগ্রহী।
উল্লেখ্য, বাংলাদেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল আগামী তিন সপ্তাহের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। দেশের সাতটি হাসপাতালের ২ হাজার ১০০ স্বাস্থ্যকর্মীর ওপর এই ট্রায়াল হবে। এটা শেষ হতে প্রায় ১৮ মাস সময় লাগবে।