২৪ ঘণ্টায় করোনায় আরও ৫০ জনের মৃত্যু

২০ জুলাই ২০২০, ০২:২০ PM

© ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের।

আজ সোমবার (২০ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন।

এখন পর্যন্ত দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৬৬৮ জন জন। একইভাবে ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন ও সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৮ জন। 

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, কেউ আতঙ্কিত হবেন না, সবাইকে সহযোগিতা করেন। প্রয়োজন মনে করলে করোনা পরীক্ষা করিয়ে নিন। যাদের বুথে যাওয়ার সুযোগ নেই, তাদের বাসায় গিয়ে পরীক্ষা করার সুযোগ। সবাই সহযোগিতা করলে করোনা মোকাবিলা সহজ হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে রবিবার জানানো হয়, ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে দুই হাজার ৪৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬