বাংলাদেশে করোনায় মৃতদের ৭৯ শতাংশই পুরুষ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০২:২৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২০, ০২:২৭ PM
বাংলাদেশে করোনাভাইরাসে মারা যাওয়া দুই হাজার ৬শ’র বেশি মানুষের মধ্যে ৪৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। এদের মধ্যে পুরুষই বেশি। আর এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০৬৯ জন পুরুষের এবং ৫৪৯ জন নারীর।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, এখনো পর্যন্ত মারা যাওয়া মানুষের মধ্যে পুরুষের সংখ্যা ৭৯ শতাংশের কিছু বেশি। আর নারীদের সংখ্যা ২০ শতাংশের বেশি।
তিনি বলেছেন, এই মারা যাওয়া মানুষের মধ্যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, ৬০ থেকে ১০০ বছরের মধ্যে যারা মারা গেছেন, তাদের সংখ্যা সর্বাধিক। অর্থাৎ তাদের সংখ্যা ৪৪ দশমিক ৪৬ শতাংশ।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বে ছয় লাখ ছয় হাজার ৭১৮ জন মানুষ মারা গেছেন। আক্রান্তের হিসাবে শীর্ষ ২০টি দেশের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান।
বাংলাদেশে মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের দশম দিনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তি মারা যান। এরপর করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক হাজার মানুষের মৃত্যু ছাড়াতে সময় লেগেছিল ৯৫ দিন। কিন্তু পরের হাজার ছাড়াতে সময় লেগেছে মাত্র ২৫ দিন।
রোববার বাংলাদেশে সংক্রমণ শনাক্তের ১৩৪ তম দিনে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দুই হজার ৬১৮ জনে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, মৃত্যুর হিসাবেও শীর্ষ ২০টি দেশের মধ্যেই রয়েছে ভারত ও পাকিস্তানের অবস্থান। ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৮১৬ জন এবং পাকিস্তানে পাঁচ হাজার ৫৬৮ জন মারা গেছেন।