করোনায় প্রাণ গেল গরীবের বন্ধু সেই বিসিএস ক্যাডারের

০২ জুন ২০২০, ০৪:৪৭ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিসিএস খাদ্য ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা উৎপল সাহা (উৎপল হাসান)। সোমবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় রায়েরবাজার গোরস্তান চত্বরে তার নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়।

তিনি খাদ্য অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়, ঢাকা রেশনিংয়ে অতিরিক্ত পরিচালকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। উৎপলের সহধর্মিণী নাসিমা পারভীন ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বে আছেন।

জানা গেছে, দেশে করোনা সংকটের শুরু থেকে অত্যন্ত সততা, দক্ষতা, যোগ্যতা ও একাগ্রতার সাথে রাজধানীর দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার দায়ীত্ব পালন করছিলেন এই কর্মকর্তা। দুস্থরা যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি নিষ্ঠার সাথে তদারকি করেছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক দীন মোহাম্মদ জানান, গত ৩০ তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি এলামনাই কৃষিবিদ উৎপল সাহা। গত রাতে আমাদের কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। তার স্ত্রী অর্থ মন্ত্রণালয়ের উপসচিব। তিনিও এখন লকডাউনে। 

উৎপল সাহা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (বাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন বলে জানান তিনি।

শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬