আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় প্লাজমা থেরাপি

২০ মে ২০২০, ১২:৪৩ PM

© সংগৃহীত

মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় ও করোনাযুদ্ধে একটি বড় হাতিয়ার হয়ে উঠতে পারে প্লাজমা থেরাপি। গুরুতর রোগীদের সুস্থ হয়ে ওঠা ত্বরান্বিত করার প্রমাণ মিলেছে এরই মধ্যে। করোনাজয়ীরা প্লাজমাদানে এগিয়ে এসেছেন। কিন্তু এখনও আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় এ চিকিৎসা পদ্ধতি।

বিশ্ব করোনা ভাইরাস মোকাবেলায় এর কার্যকরী কোনো কিছুই তৈরি হয় নি। তবে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। বিশেষ করে মারাত্মক রোগীর ক্ষেত্রে মিলেছে বিস্ময়কর সাফল্য। সে পথে এখন হাঁটছে বাংলাদেশও। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি আনুষ্ঠানিকভাবে প্লাজমা সংগ্রহ শুরু করেছে। চিকিৎসক, সাংবাদিক, সেনা সদস্যসহ বেশ কয়েকজন কোভিডজয়ী প্লাজমা দান করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমতি মিললেই প্লাজমা থেরাপি শুরু করবে ঢাকা মেডিকেল।

পরিস্থিতিতে ডিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম নাসির উদ্দিন বলেন, যারা রিসার্স করছে এবং যারা বিষয়টা হ্যান্ডেল করছে তারা যখন অ্যাডভান্সড করবে তখন সেটা অ্যাপ্রুভ করা হবে। এখনওতো আমরা শুরু করি নাই।

এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্কয়ার হাসপাতালে প্লাজমা থেরাপিতে মিলছে সফলতার আভাস।

ট্রাক আটকে চাঁদা দাবি যুবদল নেতার
  • ৩০ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুডে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
শিক্ষা সংস্কার কমিশন-শিক্ষকদের পৃথক বেতনসহ এনসিপির ৩৬ দফা ই…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬