মাকে দাফন করে এসে দেখলেন বাবাও আর নেই

১৯ মে ২০২০, ০৬:০৫ PM

© প্রতীকী ছবি

চাঁদপুর শহরে করোনার উপসর্গ নিয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক বৃদ্ধ দম্পতি মারা গেছেন। গত রোববার করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট পাওয়ার আগেই তারা মারা গেলেন।

মারা যাওয়া ওই দম্পতির ছেলে এবং স্কুল পড়ুয়া নাতির কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওই  দম্পতি হলেন শহরের চিত্রলেখা এলাকার রাবেয়া বেগম (৭৬) এবং তার স্বামী মজিবুর রহমান পাটওয়ারী (৮৭)। গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান।

দম্পতির ছেলে এবং বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মা মারা যান। আর রাত সাড়ে ৩টায় মায়ের দাফন করে এসে দেখি বাবাও নেই।’

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম বলেন, ছয় দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে তারা ভুগছিলেন। তারা হাসপাতালে না গিয়ে বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন। এরইমধ্যে তাদের ছেলে ও নাতির করোনা উপসর্গ দেখা দেওয়ায় ১৩ মে তাদের নমুনা নেওয়া হয়।

তিনি বলেন, পরীক্ষায় দুজনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে। যে দম্পতি মারা গেছেন তাদের নমুনা নেওয়া হয় গত রোববার। তবে তাদের রিপোর্ট এখনো আসেনি।

ট্রাক আটকে চাঁদা দাবি যুবদল নেতার
  • ৩০ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুডে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
শিক্ষা সংস্কার কমিশন-শিক্ষকদের পৃথক বেতনসহ এনসিপির ৩৬ দফা ই…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬