করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০২:৪৭ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ০২:৫৬ PM
দেশে গত ২৪ ঘন্টায় মধ্যে নতুন করে আরও ৫৪ জন করোনাভাইরাসের আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ২১৮ জন। এছাড়া নতুন করে তিন জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা ২০ জনে দাড়িয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর এ তথ্য জানায়। আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ৩৩ জন। বাকি ২১ জন বিভিন্ন জেলার।
আক্রান্ত করোনা রোগীদের মধ্যে ১১-২০ বছরের ৫ জন, ২১-৩০ বছরের ১৫ জন, ৩১-৪০ বছরের ১০ জন, ৪১-৫০ বছরের ৭ জন, ৫১-৬০ বছরের ৭ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ১০ জন রয়েছেন।
প্রকাশিত তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে ১৫ জন তরুণ এবং পাঁচজন কিশোর রয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়। সে অনুযায়ী মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়ায় ১৭ জনে।আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকায় শনাক্ত হয়েছেন, ১৫ জন নারায়ণগঞ্জে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।
এছাড়াও নতুন যে ৫ জন মারা গেছেন তারমধ্যে ৪ জন পুরুষ ১ জন মহিলা। এরমধ্যে দুইজন ঢাকায় এবং বাকিরা দেশের অন্যান্য জেলায় মারা গেছে। নতুন মৃতদের মধ্যে একজনের বয়স ৪১ এর ওপরে। বাকিদের ৫০ এর ওপরে বয়স বলে তিনি জানান।