এখনো চলছে পে কমিশনের সভা

০৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ PM
জাতীয় বেতন কমিশন

জাতীয় বেতন কমিশন © ফাইল ছবি

নবম পে স্কেল নিয়ে পে কমিশনের এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া এ সভা বিকেল ৩টা ৫০ মিনিটেও শেষ হয়নি।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে পে কমিশনে গিয়ে দেখা যায়, কমিশনের চতুর্থ তলার সভাকক্ষে রুদ্ধদ্বার বৈঠক চলছে। এ বৈঠক কখন শেষ হবে তা নির্দিষ্ট করে পে কমিশনের কোনো কর্মকর্তা জানাতে পারেননি।

পে-কমিশন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করতে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করা উচিত।

সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেড সংখ্যা ১৬টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে-স্কেলের গ্রেড সংখ্যা ১৪টি করা হোক। এক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে। এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা। কমিশনের সভায় বেতন গ্রেডসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

ট্যাগ: পে স্কেল
৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬