পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশন সভার তারিখ জানাল কমিশন

০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ PM
জাতীয় বেতন কমিশন

জাতীয় বেতন কমিশন © ফাইল ছবি

নবম পে-স্কেল নিয়ে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ চূড়ান্ত করেছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) পে-কমিশনের এক সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় সভা শুরু হবে। সভায় গ্রেড সংখ্যাসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।’

পে-কমিশন সূত্র জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করতে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করা উচিত।

সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেড সংখ্যা ১৬টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে-স্কেলের গ্রেড সংখ্যা ১৪টি করা হোক। এক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে। এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা।

জানা গেছে, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন)। সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজও প্রায় শেষ। তবে কিছু বিষয়ে কমিশনের সদস্যরা একমত না হওয়ায় এখনো সুপারিশ চূড়ান্ত করা যায়নি।

কমিশন জানিয়েছে, নবম পে-স্কেলের ক্ষেত্রে বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হয়েছে। এখন লিপিবদ্ধ বিষয়গুলো নিয়ে সদস্যরা একমত পোষণ করলেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।

জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬