নির্বাচন ঘিরে ইসির বিশেষ পরিপত্র, থাকছে যেসব নির্দেশনা 

১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে এ পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিষয়োক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর করার পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সংশ্লিষ্ট বাহিনীগুলো এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সশস্ত্র বাহিনী ইতোমধ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন রয়েছে, যা নির্বাচনের সময়ও অব্যাহত থাকবে। সরকার কর্তৃক সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থার প্রধান/প্রতিনিধিদের উপস্থিতিতে কমিশনের সঙ্গে একাধিক মতবিনিময় করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশনের দিক নির্দেশনা প্রদান করা হলো।’

পরিপত্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পরিবেশ, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- সার্বিক আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখা। সব দল ও প্রার্থী যাতে নির্বিঘ্নে নিয়মানুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে- তা নিশ্চিত করা। 

ভোটাররা যাতে নিঃশঙ্কচিত্তে ও স্বস্তির সঙ্গে ভোট দিতে পারেন- তা নিশ্চিত করা। ভোট কেন্দ্র ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট স্থাপনা ও অফিসের নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচনি সামগ্রী ও ব্যালটের (পোস্টাল ব্যালটসহ) নিরবচ্ছিন্ন পরিবহণ ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা। গুজব ও অপতথ্যের বিস্তার রোধ এবং প্রভাব নিয়ন্ত্রণ করা। জাতি-ধর্ম-লিঙ্গ-গোত্র নির্বিশেষে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা। পঙ্গু, আহত, বয়স্ক, অসুস্থ ও সন্তানসম্ভবাদের জন্য চলাচল ও ভোটাধিকার প্রয়োগে সহনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা। নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার নিরাপত্তা নিশ্চিত করা।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলাবাহিনী। নির্বাচনের আগে ৩ দিন এবং পরে একদিন মোতায়েন থাকবে।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9