জঙ্গি বিমান ‘ইউরোফাইটার টাইফুন’ কিনছে বাংলাদেশ

ইউরোফাইটার টাইফুন
ইউরোফাইটার টাইফুন  © ফাইল ছবি

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) ‘ইউরোফাইটার টাইফুন’ সংগ্রহে ইতালির সঙ্গে অগ্রগতি হয়েছে। জঙ্গি বিমান কেনার বিষয়ে আলোচনার অংশ হিসেবে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে আজ মঙ্গলবার লেটার অব ইনটেন্ট (এলওআই) সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিকেলে বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসান, লিওনার্দোর প্রতিনিধিরা এবং বাংলাদেশ ও ইতালির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়, ভবিষ্যতে বিমান বাহিনীর ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রনে সর্বাধুনিক এমআরসিএ যুক্ত করার অংশ হিসেবে এই এলওআই সই করা হয়েছে। চুক্তির আওতায় লিওনার্দো বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন সরবরাহ করবে।

ইউরোফাইটার টাইফুন ইউরোপীয় চার দেশের যৌথ উদ্যোগে তৈরি একটি আধুনিক যুদ্ধবিমান। এটি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে আক্রমণ দুইভাবেই সক্ষম। বহু দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত এ যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম উন্নত মাল্টি রোল ফাইটার হিসেবে বিবেচনা করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence