শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৭ PM
শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

রবিবার (২৩ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে গত শুক্রবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

গত ১৭ নভেম্বর এক রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অপর আসামি মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায় প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে এই সাজা দেওয়া হয় বলে ট্রাইব্যুনাল রায়ে জানান। 

সাজার পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের দেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দুই আসামিই বর্তমানে ভারতে অবস্থান করছেন। অপর আসামি আবদুল্লাহ আল-মামুন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ৪৫৩ পৃষ্ঠার রায়ে ছয়টি অংশ ছিল। রায় ঘোষণার কার্যক্রম ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

ট্রাইব্যুনাল রায়ে বলেন, আমরা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছি, আসামিরা জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যা করে যে ঘৃণিত অপরাধ করেছে, তাতে তাদের সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।

টানা ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করা শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকেই তারা ভারতে অবস্থান করছেন। দেশে রাষ্ট্র বা সরকারপ্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে শেখ হাসিনাই প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হন। এর আগে (২ জুলাই) ট্রাইাব্যুনাল আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন।

রায় ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে রায় কার্যকর করা যাবে কী না। এমন অবস্থার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ভারতকে চিঠি দেওয়ার কথা জানান।

‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9