যে পে-স্কেল ৭-৮ বছরে হয়নি, ১২ মাসে সেটা করার চেষ্টা করেছি

১২ নভেম্বর ২০২৫, ০২:০৬ PM
সালেহউদ্দিন আহমেদ

সালেহউদ্দিন আহমেদ © সৌজন্যে প্রাপ্ত

যে পে স্কেল ৭-৮ বছরে বাস্তবায়নি হয়নি, সেটা আমরা ১২ মাসে করার চেষ্টা করেছি। এজন্য অন্তত আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ, আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে এটার উদ্যোগ হাতে নিয়েছিলাম। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই কথা বলেন তিনি।

এর আগে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে সময়ে এটা করতে পারবো কিনা এটা কিছুটা অনিশ্চিত। কারণ তিনটা রিপোর্ট দেখে ওটাকে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পর প্রশাসনিক কিছু প্রক্রিয়া রয়েছে। এজন্য আমি বলেছি, আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা নিয়ে কিছুটা আনসার্টেনটি তথা অনিশ্চয়তা আছে। 

উপদেষ্টা বলেন, সবার প্রথমে রিপোর্টগুলো একত্রীকরণ করতে হবে। এর পর এডমিনিস্ট্রেট কতগুলো প্রসেস রয়েছে, সচিব কমিটি দেখবে, তারপর জনপ্রশাসন দেখবে। তখন অর্থের বিষয়টি কতটা সম্পৃক্ত, সেটা দেখে বাস্তবায়নের দিকে এগোতে হবে। অতএব একেবারে আমাদের সময়ে বাস্তবায়ন করা যেতে নাও পারে। সেজন্য আমি বলেছি যে রিপোর্ট হওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। আমরা যদি সেই সময়ের মধ্যে এটা রিকনসাল করতে পারি, তবে করব। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর আমরা একটা সেটাপ দিয়ে যাব। আমরা যদি সেই সময়ের মধ্যে রিকনসাল করতে পারি তাহলে ওটা করে যাব। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থের সংস্থান করা। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সময়ে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকায় হয়তো কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে এটা আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে করেছি। একটু ধৈর্য ধরতে হবে। ৭-৮ বছরে পে-কমিশন করা হয়নি। অথচ আমরা মাত্র ১২ মাসের মাথায় নিজেরা উদ্যোগ নিয়ে এটা করেছি। আমাদের ক্ষোভ না দেখিয়ে ধন্যবাদ দেওয়া উচিত।

আগামী সরকারকে পে-কমিশনের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে জানিয়ে তিনি আরও বলেন, পে-স্কেল ছাড়া অন্যান্য খাতে যে বরাদ্দ আছে সেটিও আমাদের দেখতে হবে। আমাদের বাজেট ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখতে হবে। পে-স্কেল নিয়ে আমরা ফ্রেম ওয়ার্ক তৈরি করে যাচ্ছি। পরবর্তীতে যারা সরকারে আসবেন, তারা এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9