পে কমিশনে মৎস্য বিভাগের কর্মকর্তাদের ১২ প্রস্তাব

২৯ অক্টোবর ২০২৫, ১১:৩০ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩২ PM
পে কমিশন

পে কমিশন © টিডিসি ফটো

নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে পে কমিশনে ১২ টি প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) অ্যাসোসিয়েশন। বুধবার (২৯ অক্টোবর) সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাব দেন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) অ্যাসোসিয়েশনের আহবায়ক ড. মো. খালেদ কনকের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বিদ্যমান বেতন গ্রেড ভেঙে ১২টি এবং সর্বনিম্ন মূল বেতন ১৮ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া বেতন গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছানোর পর প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি করা হয়।

লিখিত প্রস্তাবনায় আরও বলা হয়েছে, টেকনিক্যাল সার্ভিস/পদে সব কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে প্রবেশের সময় ০২ (দুই)টি অতিরিক্ত ইনক্রিমেন্ট এবং প্রত্যেক পদোন্নতিতে ০১ (এক) টি অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করতে হবে। চিকিৎসক ও প্রকৌশলী কর্মকর্তাদের অনুরূপ সব টেকনিক্যাল ক্যাডার সার্ভিস যেমন- কৃষি, মৎস্য, বন প্রভৃতি ক্যাডার কর্মকর্তাদের টেকনিক্যাল ভাতা প্রদান করতে হবে। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনরায় চালুর দাবি করা হয়েছে।

অ্যাসোসিয়েশন বলেছে, সকল ক্যাডার/সার্ভিসের ৫ম গ্রেডের কর্মকর্তাদের মোটরযান (গাড়ি) ক্রয়ের লোন ও রক্ষণাবেক্ষণ সুবিধা প্রদান করতে হবে। সব অর্থবছর শেষে সরকার ঘোষিত খাদ্য মূল্যস্ফীতির হার অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীদের নগদ আর্থিক সুবিধা প্রদান করতে এবং উপকূলীয় অঞ্চল, ইলিশ ও হাওর সমৃদ্ধ জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৩০ শতাংশ হারে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে।

৯ম গ্রেড ও তদুর্দ্ধ সকল কর্মকর্তাদের মাসিক মোবাইল ভাতা এবং ৬ষ্ঠ গ্রেড ও তদুর্দ্ধ সকল কর্মকর্তাদের মাসিক আবাসিক টেলিফোন ভাতা প্রদান, প্রতি ২ বছরান্তে ১৫ দিনের শ্রান্তি ও বিনোদন ছুটিসহ ভাতা প্রদান ও রাজস্ব খাতের সকল কর্মকর্তা, কর্মচারীদের উপযুক্ত রেশন দেয়ারও প্রস্তাব করেছে সংগঠনটি।

এছাড়া কর্মকর্তাদের জন্য প্রতি কার্যদিবসে দৈনিক ৪০০ টাকা হারে লাঞ্চ ভাতা, পেনশন বাধ্যতামূলক ৫০% সমর্পণের পরিবর্তে সম্পূর্ণ অথবা আংশিক পেনশন উত্তোলন অথবা সমর্পণ করার সুযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ইচ্ছাধীন রাখতে হবে বলেও দাবি করেছেন সংগঠনের নেতারা।

আরও অপেক্ষা করবে ১০ দলীয় জোট
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন মুফিতী আলী হাসান উসামা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9