আধা ঘণ্টা দেরিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান  © বিটিভি

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি আধা ঘণ্টা দেরিতে শুরু হয়। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি আধা ঘণ্টা দেরিতে বিকেল সাড়ে চারটার পর শুরু হয়।

 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো এ সনদে স্বাক্ষর করবে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত রয়েছেন।

এদিকে, এ অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদের বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। 

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।


সর্বশেষ সংবাদ