ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল হচ্ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০১:০০ PM
ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. অধ্যাপক আসিফ নজরুল। আজ শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে লেখেন, গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনে দেওয়া সাজা ও বিচারাধীন সব মামলার দায়মুক্তি দিতে এই সংশোধন আনা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি আগের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে অনেকের ওপর অন্যায়ভাবে মামলা ও শাস্তি হয়েছে। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে সেই মামলাগুলো বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়মুক্তি দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক নিপীড়নের এক অধ্যায়ের অবসান ঘটবে।
বৈঠকে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও সভায় অনুমোদিত হয়।