বেতন কাঠামোয় ১:৪ দাবি, সংবাদ সম্মেলনে আসছেন সরকারি কর্মচারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ PM
বেতন কাঠামোতে ১:৪ অনুপাত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনে আসছেন সরকারি কর্মচারীরা। আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করবে '১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম' এর নেতারা।
ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবে হলরুম বুক করেছে সংগঠনটি। নেতারা বলছেন, সংবাদ সম্মেলনের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে-স্কেল ঘোষণা, হরণকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পূণর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতাসমূহ পুনঃনির্ধারণ ও শতভাগ পেনশন প্রবর্তনের দাবি জানানো হবে। এসব দাবি মানার জন্য আগামী ৩১ ডিসেম্বর সময় বেধে দেবেন তারা।
১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে-স্কেল ঘোষণা করার দাবি থাকবে আমাদের। এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন ১:৪ অনুপাত করার দাবি থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার এবং সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাবনা থাকবে। পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড ভেঙে ১২-১৫টি করার দাবি জানাবে সংগঠনটি।
সংগঠনের নেতারা আশা করছেন, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবিগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছে যাবে এবং তা বাস্তবায়নে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে। বৈষম্যহীন নতুন বেতন স্কেল প্রণয়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নই এই আয়োজনের মূল লক্ষ্য।